১। ঢাকা - আরিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে শহীদ রফিক সড়ক হয়ে ডিসি অফিস-এসপি অফিস পার হয়ে মূল সড়কে পশ্চিমপার্শ্বে এলজিইডি অফিসের পাশে চারতলা বিশ্বি ভবনের ৩য় ও ৪র্থ তলায় অফিসের অবস্থান । কার/জীপে করে যেতে ৪-৫ মিনিট সময় লাগবে এবং রিক্সায় /অটো/মিশুকে যেতে ৭-১০ মিনিট সময় লাগতে পারে।
২। সিংগাইর বাসস্ট্যান্ড থেকে সিএনজি থ্রি হুইলার/বাসযোগে সিংগাইর - মানিকগঞ্জ সড়ক হয়ে ১৬ কি. মি. যেয়ে এলজিইডি নামতে হবে। এইজিইডি ভবনের পাশে অফিস অবস্থিত।
Google Map Link
পত্র/সরাসরি যোগাযোগের ঠিকানা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়, মানিকগঞ্জ
বিজয় ভবন (৩য় ও ৪র্থ তলা), বেউথা রোড
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ-১৮০০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস